খোলা আকাশের নীচে বসে স্কুল। রাজ্যে শিক্ষার বেআব্রু চিত্র ফের প্রকাশ্যে।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষা ব্যবস্থার দুরবস্থার চিত্রটি আরও একবার প্রকাশ্যে এলো। মালদার গৌরিপুর প্রাথমিক স্কুলের বেআব্রু চেহারা সামনে এলো এবার। খোলা আকাশের নীচে ঝড় বৃষ্টির মধ্যে বসে এই স্কুল। টানা ১৬ বছর ধরে বদলায়নি এই ছবি।
মালদার চাঁচোল মহপকুমার রতুয়া ২ নং ব্লকের আড়াইডাঙা গ্রামে রয়েছে গৌরীপুর প্রাথমিক স্কুল। খোলা আকাশের নীচে রোজ বসে স্কুল। শতরঞ্চি পাতেন শিক্ষকরা। পলিথিন কেনেন নিজেদের টাকায়। অথচ এই স্কুলের উন্নয়ন বিষয়ে সম্পূর্ণ উদাসীন মালদহ প্রাথমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি আশিস কুন্ডু বলেন, তার এই বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এখানেই প্রশ্ন উঠছে। দীর্ঘ ১৬ বছর ধরে একটি স্কুল এই প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে চলেছে। অথচ তা নজর এড়িয়ে গেছে শিক্ষা সংসদের। একে দপ্তরের উদাসীনতা তথা অনীহা বলে অভিযোগ করেছেন গৌরোপুর প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সেই সাথে শিক্ষা সংসদের কাছে আবেদন জানিয়েছেন, এই অবস্থার উন্নতিতে নজর দেওয়ার।
