নাগেরবাজারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২
নজরবন্দি ব্যুরো: নাগেরবাজারের বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে ২ জন। মৃত নাবালকের মা সীতা ঘোষেরও মৃত্যু হল হাসপাতালে।
আজ সকালে নাগেরবাজারে বাজারের বিস্ফোরণে মৃত্যু হয় আট বছরের এক নাবালকের। এসএসকেমে মৃত্যু হয় তার। আহত অবস্থায় আর জি করে ভর্তি ছিলেন তার মা সীতা ঘোষ। সেখানেই তাঁর মৃত্যু হয়। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল তাঁর।
