রোজভ্যালি আর্থিক দূর্নীতি কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস-সুদীপ কে তলব ইডির।
নজরবন্দি ব্যুরোঃ পুজোর প্রাক্কালে দুঃসংবাদ তৃণমূল সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যে। দীর্ঘদিন বিচারাধীন বন্দী হিসেবে থাকার পর কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়েছেন এই দুই সাংসদ। কিন্তু এখনও যে তারা বিপদমুক্ত নন তা আবার বোঝা গেল।
রোজভ্যালি আর্থিক দূর্নীতি কাণ্ডের তদন্তে ইডি আবার ডেকে পাঠাল দুই তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় কে আগামী শুক্রবার হাজিরার নির্দেশ দিয়েছে ইডি অন্যদিকে তাপস পাল কে হাজিরা দিতে বলা হয়েছে বৃহস্পতিবার।
