মা হতে চলেছেন টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।
শুভব্রত মুখার্জিঃ বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিস পা দিলেন ৩৮ বছর বয়সে। জন্মদিনে অনুরাগীদের সুখবর শোনালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের মা হওয়ার খবর জানালেন তিনি।
ট্যুইট করে হিঙ্গিস জানান " শেষবারের মত আমরা কাপল হিসেবে জন্মদিন সেলিব্রেট করছি। তোমাদের জানাতে পেরে আমি খুশি যে, খুব শীঘ্রই আমাদের পরিবারে তৃতীয় সদস্য আসতে চলেছে।"
https://twitter.com/mhingis/status/1046385477119602690
ট্যুইট করে হিঙ্গিস জানান " শেষবারের মত আমরা কাপল হিসেবে জন্মদিন সেলিব্রেট করছি। তোমাদের জানাতে পেরে আমি খুশি যে, খুব শীঘ্রই আমাদের পরিবারে তৃতীয় সদস্য আসতে চলেছে।"
https://twitter.com/mhingis/status/1046385477119602690
