Header Ads

তৃণমূল নেত্রীর টার্গেট ‘৪২-এ ৪২’ করা!



নজরবন্দি ব্যুরো: এখন তৃণমূল সুপ্রিমোর পাখির চোখ সামনের লোকসভা নির্বাচন। নেত্রীর টার্গেট বিরোধীদের উড়িয়ে ৪২-এ ৪২ করা।
দুর্গোৎসবকে কাজে লাগিয়ে জনসংযোগের কাজটা শুরু করতে চাইছে তৃণমূল। নেতাদের দায়িত্ব এখন থেকে ভাগ করে দিতে চাইছে তৃণমূল সুপ্রিমো। চলতি মাসের ৫তারিখ কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। ওই বৈঠকে হাজির থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন প্রজন্মকে লোকসভার প্রচারে আগিয়ে আনতে ওই বৈঠকে ডাকা হয়েছে। দলের ছাত্র সংগঠনের সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্যকেও ওই বৈঠকে ডাকা হয়েছে।

দিল্লি জয় নিশ্চিৎ করতে এবারের ভোট তৃণমূলের কাছে খুবি গুরুত্বপূর্ণ। বছর গড়ালেই শুরু হয়ে যাবে ভোটের কাউন্টডাউন। তাই সময় নষ্ট করতে রাজি নয় তৃণমূল সুপ্রিমো। 
Theme images by lishenjun. Powered by Blogger.