পুজতে রাহলের কোলকাতা সফর নিয়ে চরম কটাক্ষ দিলীপের।
নজরবন্দি
ব্যুরোঃ
মায়ের কাছে অঞ্জলি দিলেও শেষ রক্ষা হবে না। আইসিইউ থেকে ফেরানো যাবেন না মৃতপ্রায় কংগ্রেসকে। এ রাজ্যে কংগ্রেস আইসিইউ-তে ঢুকে গিয়েছে।
সেখানে থেকে আর জীবিত বের করা অসম্ভব। দুর্গাপুজোর সময়ে কংগ্রেস সভাপতির রাজ্য সফরে আসাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয় কংগ্রেস সভাপতির কৈলাস সফরকেও দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি।
তিনি বলেন, নিজেকে হিন্দু হিসেবে প্রমাণ করতে জামার উপরে পৈতে পরে ঘুরছেন রাহুল গান্ধী। কিন্তু যতই কৈলাসে যান, হেঁটে হেঁটে ঘাম ঝরান।
ওই হিন্দু অ্যাজেন্ডার দাওয়াই আইসিইউ থেকে বের করা যাবে কংগ্রেসকে।
