Header Ads

ভাইরাল ভিডিওর আসল রহস্য তুলে ধরলেন দেব।


নজরবন্দি ব্যুরোঃ দুদিন আগে ভাইরাল হয়ে গিয়েছিল এক ভিডিও যেখানে দেখা যায় এক যুবককে মারধর করছেন টলিউড মেগাস্টার দেব শুধু মারধরউ নয়, ঘাটালের সাংসদের মুখে শোনা যায় অশ্রাব্য গালিও আর এমন ভিডিও প্রকাশ্যে আসায়, তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়
এবার সেই সমস্ত  জল্পনার অবসান ঘটিয়ে গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেন দেব তিনি জানান , পুরোটাই মানুষকে সতর্ক করতে করা হয়েছে সোশ্যাল মিডিয়াকে যাতে কোনওভাবেই ভুল পন্থায় ব্যবহার না করা হয়, তা নিয়ে সতর্কতা গড়ে তুলতেই এমন করা হয় পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন 'কীভাবে মানুষ মেনে নিলেন যে এই কাজ দেবই করেছন? ' দেব এমন কাজ করতে পারেন, মানুষ এটা কীভাবে বিশ্বাস করত তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা

সাংবাদিক সম্মেলন শেষে দেব বার বার বলেন, শুধুমাত্র 'হইচই আনলিমিটেড' ফিল্মের প্রমোশনের জন্যই নয় ,এই ভিডিও- মাধ্যমে মানুষকে সতর্ক করে তোলাই তাঁর মূল লক্ষ্য় ছিল পাশাপাশি , মজার ছলে তিনি গোটা ভিডিওর শ্যুটিং এরক বর্ণনা দেন মজার ছলে দেব জানান এই তাঁর সামলোচকদের জন্য এই একটি জবাব উল্লেখ্য, যে যুবককে ভিডিওতে মারধরের শিকার হতে দেখা গিয়েছে, তিনি আসলে এক নবীন অভিনেতা তাঁকে পাশে নিয়ে মজার মেজাজে ভিডিও ঘিরে সমস্ত তথ্য তুলে ধরেন দেব।


Theme images by lishenjun. Powered by Blogger.