Header Ads

ভাঙতে চলেছে অনুপ-জেসলিন জুটি!


নজরবন্দি ব্যুরোঃ বিগ বসের চলতি সিজ়নের সবথেকে চর্চিত জুটি ভজন কিং অনুপ জালোটা জসলীন মাথুরার সম্পর্ক নিয়ে শোরগোল পড়ে গেছিল কিন্তু, মাত্র কয়েকদিনেই বিগবসের ঘরে ভাঙতে বসেছে অনুপ-জসলীনের সম্পর্ক
গতকাল চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। তাতে বিগবসের ঘরে জসলীনকে অনুপের জন্য টাস্ক করতে বলা হয়েছিল। কিন্তু, তা করতে ব্যর্থ হন জসলীন। তাতেই বেজায় চটেছেন অনুপ প্রোমোতে দেখা যাচ্ছে, অনুপ ঘটনাটি নিয়ে ক্ষোভপ্রকাশ করছেন।


পাশাপাশি ঘোষণা করছেন যে বিগবসের ঘরে তিনি আর জসলীন জুটি হিসেবে খেলতে এসেছিলেন। তবে এরপর থেকে তিনি আর জসলীনের সঙ্গে জুটি হিসেবে থাকবেন না। একাই খেলবেন। আর অনুপের এই ঘোষণাতে চমকে গেছেন খোদ জসলীনও 


Theme images by lishenjun. Powered by Blogger.