Header Ads

দমদমে বিস্ফোরণের পেছনে বিজেপির হাত আছে; জানালেন জ্যোতিপ্রিয়

নজরবন্দি ব্যুরো: দমদমের নাগেরবাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় বিজেপি-র হাত আছে বলে মন্তব্য করলেন খাদ্য-মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ সকালের দিকে নাগেরবাজারে ৯ নম্বর যশোর রোডে কাজিপাড়া মোড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয় এক নাবালকের।

বিস্ফোরণস্থান ঘুরে দেখার পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আগে থেকেই পরিকল্পনা করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। কেন্দ্রীয় সরকারে যে দল রয়েছে তারাই এর পরিকল্পনা করেছে। ভারতীয় জনতা পার্টি কয়েকদিন আগে বনধ ডেকেছিল। সেই বনধের প্রভাব এই জেলায় পড়েনি। সেই কারণে প্রতিশোধ নিয়েছে বিজেপি নেতৃত্ব। দু-তিনদিন আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, মারের বদলা মার। এই ঘটনার পুলিশি তদন্ত করবে।"

তাঁর কথায় "দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাচু রায় টার্গেট ছিল। এছাড়াও, এখানে অনেক কাউন্সিলর, মন্ত্রী আসেন। কাউকে না কাউকে তো মারার পরিকল্পনা ছিল। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম, ঠাকুরনগর, কদম্বগাছিতেও বনধ হয়নি। BJP বিভাজনের রাজনীতি শুরু করেছে। এটা ভারতীয় জনতা পার্টির কাজ। এনিয়ে কোনও দ্বিধা নেই। আমাদের ভাগ্য ভালো কোনও তৃণমূল কর্মীর মৃত্যু হয়নি।"
Theme images by lishenjun. Powered by Blogger.