Header Ads

বেতন বৈষম্যের শিকার প্রাথমিক শিক্ষকরাই হাসি ফোটালেন ৪০০ পড়ুয়ার মুখে।

নজরবন্দি নজরকাড়াঃ বাঙালির সব থেকে বড় উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অনেক দিন আগেই ঢাকে কাঠি পড়তে আর বাকি মাত্র ১৩ দিন। বাচ্চা থেকে বুড়ো সবার মনের মণিকোঠায় বসবাস মা দুর্গার। আর এই দুর্গা পুজো ঘিরেই প্রাথমিক শিক্ষকদের এক উদ্যোগ নজরবন্দি নজর কেড়ে নিল।
স্থান বর্ধমান জেলার পূর্বস্থলী। ছ’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে নতুন পোশাক পেল ৪০০ জন পড়ুয়া! এই স্কুল গুলিতে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পুজোয় নতুন পোশাক হয়নি শুধুমাত্র আর্থিক দুর্বলতার কারণে তাঁদের মুখে হাসি ফোটালেন শিক্ষক শিক্ষিকারা।

 নতুন জামা কাপড় পেয়ে ছাত্র-ছাত্রীরা যারপরনাই খুশি। ৪০০ জন পড়ুয়া কে নতুন পোশাক দিতে মাষ্টার মশাইরা নিজেদের পকেট থেকে আর চাঁদা তুলে মোট খরচ করেছেন ৭০ হাজার টাকা। আর এই প্রচেষ্টায় সহযোগিতা করেছে রিষড়া বসন্তোৎসব কমিটি।

উল্লেখ্য বেতন বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক। নিজেদের প্রাপ্য আজও না পেলেও পুত্র কন্যা সম ছাত্র ছাত্রিদের জন্যে তাঁদের সমবেত প্রচেষ্টা নতুন দিগন্ত খুলে বুঝিয়ে দিল আজও গুরু গুরুই হয়। 
Theme images by lishenjun. Powered by Blogger.