Header Ads

কোর্টের নির্দেশে শবরীমালা মন্দির খুলতেই শুরু গন্ডোগোল।

নজরবন্দি ব্যুরোঃ শবরীমালা মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সব বয়সী মহিলারাই প্রবেশ করতে পারবে মন্দিরে। এই রায়ের পর গতকাল খুলেছে কেরালার এই মন্দির।

এদিকে মন্দির খুলতেই শুরু হয় বিক্ষোভ। নীলাক্কল বেসক্যাম্পে গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে কম বয়সী ঋতুমতী মহিলাদের ফিরে যেতে বলা হয়। বেশ কিছু মহিলা সাংবাদিককেও মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়৷ সব বয়সী মহিলারা মন্দিরে প্রবেশ করলে গণ আত্মিহত্যার হুমকি দিয়েছে শিবসেনা।

তবে এসবকে কঠোর হাতে সামাল দিতে বদ্ধপরিকর কেরালার সরকার। পিনারাই বিজয়ন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কেউ গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.