আকবরের পদত্যাগ নিয়ে চুপ কেন প্রধানমন্ত্রী? প্রশ্ন সেলিমের।
নজরবন্দি ব্যুরো:অভিযোগ ওঠার পরেই বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের পদত্যাগ দাবি করছিল সিপিআই(এম) নেতৃত্ব। গতকাল এম জে আকবর পদত্যাগ করেন।
তাঁর পদত্যাগ প্রসঙ্গে রায়গঞ্জের সিপিআই(এম) সাংসদ মহম্মদ সেলিম বলেন, " আজ অষ্টমীর দিন অসুর নিধন হল"। এর পর তিনি আরও বলেন, "বিদেশ থেকে ফিরেই ওনার পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু, তা না করে উনি চারদিন অপেক্ষা করেছেন। মানহানির মামলাও করেছেন। কিন্তু, তারপর যখন দেখলেন সেখানেও সুবিধা হচ্ছে না, তখন বাধ্য হয়ে পদত্যাগ করলেন।" এই বিষয়ে প্রধানমন্ত্রী চুপ কেন সে প্রশ্নও তোলেন এই বাম সাংসদ। তিনি বলেন, "তিন তালাক ইস্যুতে যখন প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তখন এই বিষয়ে বা সবরিমালা প্রসঙ্গে কেন কোনও মন্তব্য করছেন না তিনি।"
তাঁর পদত্যাগ প্রসঙ্গে রায়গঞ্জের সিপিআই(এম) সাংসদ মহম্মদ সেলিম বলেন, " আজ অষ্টমীর দিন অসুর নিধন হল"। এর পর তিনি আরও বলেন, "বিদেশ থেকে ফিরেই ওনার পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু, তা না করে উনি চারদিন অপেক্ষা করেছেন। মানহানির মামলাও করেছেন। কিন্তু, তারপর যখন দেখলেন সেখানেও সুবিধা হচ্ছে না, তখন বাধ্য হয়ে পদত্যাগ করলেন।" এই বিষয়ে প্রধানমন্ত্রী চুপ কেন সে প্রশ্নও তোলেন এই বাম সাংসদ। তিনি বলেন, "তিন তালাক ইস্যুতে যখন প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তখন এই বিষয়ে বা সবরিমালা প্রসঙ্গে কেন কোনও মন্তব্য করছেন না তিনি।"