Header Ads

সৌরভের বাড়িতে মোদীর দূত! জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

নজরবন্দি ব্যুরো: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কি এবার আসতে চলেছেন রাজনীতির ময়দানে? লোকসভা ভোটের আগে ফের এই খবরে উত্তাল রাজ্য রাজনীতি।

সপ্তমীর দিন সন্ধ্যায় বেহালার গঙ্গোপাধ্যায় বাড়িতে যান বিজেপির জাতীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি কথা বলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সৌরভের দাদা স্নেহাশীষের সঙ্গেও কথা বলেছেন জয়।
জয় বন্দ্যোপাধ্যায় নিজেও বেহালায় থাকেন। বাংলার এই দুই ব্যক্তিত্বের সাক্ষাৎ হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই মুহূর্তে জয় বন্দ্যোপাধ্যায় দেশের শাসকদল ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তরের নেতা। উৎসবের মরশুমে আচমকা তাঁর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 
Theme images by lishenjun. Powered by Blogger.