Header Ads

মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদ, রাস্তায় নামতে চলেছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের প্রাপ্য বেতন নিয়ে বিতর্ক অনেক দিনের। সেই বিতর্ক যে কবে থামবে তা কেউ জানেনা। রাজ্যে শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের বেতনের দাবিতে বারবার প্রতিবাদের পথে পা বাড়াতে হয়েছে রাজ্যের শিক্ষক , পার্শ্ব শিক্ষক ও হবু শিক্ষকদের। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি রাজ্য সরকারের।

আবারও প্রতিবাদ জানিয়ে এই পুজোর সময় রাস্তায় নামতে চলেছেন কয়েক হাজার পার্শ্ব শিক্ষক। বিশেষ সূত্রের খবর, যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে রাজ্য সরকারের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদে সম্ভবত আগামী ১৯ তারিখ পার্শ্ব শিক্ষকরা চরম আন্দোলনের পথে নামতে চলেছেন।
এখন দেখার পুজোর সময় এই আন্দোলন কতটা দানা বাঁধে। আর সেই দিকে তাকিয়ে রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক। 
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.