ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টে নেই রোহিত!
নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের দলে ছিলেন না রোহিত শর্মা। এশিয়া কাপে দারুণ খেলা রোহিত শর্মা টেস্ট দলে এবারও ব্রাত্য। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের দলেও রোহিতকে রাখেননি নির্বাচকরা।দলে রয়েছেন প্রথমবার ডাক পেয়েছে মায়াঙ্ক আগরওয়াল ।
বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে । আসলে এই সফরে তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চেয়েছেন নির্বাচকরা ।এদিকে রোহিত শর্মাও দারুণ এশিয়া কাপ কাটিয়েছেন তারপরেও তিনি নেই দলে । এটাতে রীতিমতো হতবাক ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ টেস্ট খেলেছিলেন রোহিত। সিরিজের প্রথম দুই টেস্টে তাঁর রান ছিল ১০, ১১, ১০ ও ৪৭। সিরিজের শেষ টেস্টে বাদ পড়েন তিনি।
