Header Ads

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক! চক্রান্তের পিছনে কারা?


নজরবন্দি ব্যুরো: এবারের পঞ্চায়েত নির্বাচনে নদীয়ার বেশ কিছু পঞ্চায়েত আসনে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে বিজেপি জয়লাভ করে।
কিন্তু বোর্ড গঠন পর্বে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিজেপিকে। বিজেপির জয়ী প্রার্থীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। আর নির্বাচনে হেরেও ড্যাংডেঙিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করে ফেলছে তৃণমূল। বিজেপি ছেড়ে এই তৃণমূলে যোগদানের হিড়িকে বিজেপি নেতার হাত রয়েছে বলে অভিযোগ।

সোমবার বিজেপির এক বৈঠকে এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর গোষ্ঠী একাধিক অভিযোগ তোলে। বৈঠকে উপস্থিত ছিল বিজেপির দু-পক্ষই। এই অভিযোগ উঠতেই তাই বেধে গেল একে-অপরের সাথে কথা কাটাকাটি। শেষে এই বিবাদ হাতাহাতিতে পৌঁছে যায়। প্রহৃত হন বিজেপি নেতা নিশীথ বিশ্বাস। বিজেপির কর্মীদের হাতেই বিজেপি নেতার এই নিগ্রহের ঘটনায় অভিযোগের তির উঠেছে বিজেপিরই মণ্ডল সভাপতি জগন্নাথ সরকারের দিকে। তাঁর মদতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই।

Theme images by lishenjun. Powered by Blogger.