আবারও বাড়াল রান্নার গ্যাসের দাম!
নজরবন্দি ব্যুরোঃ ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম আবারও বাড়াল কেন্দ্র। গতকাল রবিবার ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ২.৮৯ টাকা বেড়ে দাঁড়াল ৫০২.৪০ টাকা।
অন্য দিকে, ভর্তুকিহীন গ্যাসের দামও এ মাস থেকে বাড়ার কথা রয়েছে। সিলিন্ডার পিছু ৫৯ টাকা বাড়তে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)।
আইওসি জানিয়েছে, জিএসতি-র কারণেই এই দামবৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ায় এবং বিদেশিমুদ্রার বাজারে বিনিময় মূল্যের ওঠানামার কারণে ভর্তুকিহীন গ্যাসের দামের উপর তার প্রভাব পড়ছে।
