Header Ads

লক্ষণ শেঠের মেডিকেল কলেজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন!



নজরবন্দি ব্যুরো: আবার সমস্যায় পড়লেন লক্ষ্মণ শেঠ। তাঁর দুর্গাপুর আই কেয়ার সিটি মেডিকেল কলেজকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের।
সোমবার এমনই নির্দেশ দেন বিচারপতি অরিন্দম সিনহা। বিচারপতি সিনহা এমসিআই, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং হলদিয়া আই কেয়ার সিটিকে আগামী ১ নভেম্বরের মধ্যেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে খবর। আর সেই হলফনামায় উল্লেখ করতে হবে চিকিৎসক পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তারা কি ভাবনা আছে।

ফলে ফের একটু হলেও সমস্যায় পড়লেন লক্ষ্মণ শেঠ। আজ বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে মামলার শুনানি হয়। মামলাকারীদের পক্ষের আইনজীবী কল্লোল বসু এবং আইনজীবী সুমন বন্দ্যোপাধ্যায় আদালতে জানান দুর্গাপুর আই কেয়ার সিটি মেডিকেল কলেজর পরিকাঠামোর সমস্যা আছে। এমনকি বেশকিছু বিষয়ে শিক্ষক নেই। অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পড়ুয়ারা । কারণ অধিকাংশ দিন পঠন পাঠনই প্রায় হয় না। এই সমস্যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন পড়ুয়া। আর সেই মামলার শুনানি চলাকালীন আদালত এই নির্দেশ দেয়। 
Theme images by lishenjun. Powered by Blogger.