Header Ads

লোকসভার আগে নেতৃত্ব বদল! আবার দিদির ভরসা রবীন্দ্রনাথ ভট্টাচার্য।


নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কোন্দল লেগেই আছে দলের মধ্যে।
আর তাই আগেভাগে ব্যবস্থা নিয়েই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ব্লক সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বেয়ারাম মান্নাকে। তাঁর বদলে সামনে নিয়ে আসা হল রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে।

মন্ত্রীকে সরিয়ে বিধায়কের কাঁধে দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নিল জেলা তৃণমূল নেতৃত্ব। পাঠিয়ে দেওয়া হল নিয়োগ পত্র। যদিও মাস্টারমশাই এড়িয়ে গেলেন। ভগ্ন শরীরের দোহাই দিয়ে তিনি সরিয়ে রাখলেন নিজেকে। তাঁর বদলে তিনি ওই পদের জন্য সুপারিশ করলেন ঘনিষ্ঠ নেতা মহাদেব দাসের নাম। এখানে মাস্টারমশাই কৌশলী চাল দিলেন। একদিকে বেচারাম মান্নার ছেড়ে যাওয়া পদে তিনি নিজে বসলেন না, তাঁর কাছের নেতাকে বসানোর সুপারিশ করলেন। আবার জমি আন্দোলনের এক মুখকেই তিনি সামনে আনলেন। আবার বেচারাম মান্নার সঙ্গে সরাসরি সংঘাতও এড়িয়ে গেলেন। তবে মহাদেব দাসের নিয়োগ এখন নির্ভর করছে পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের উপর।

Theme images by lishenjun. Powered by Blogger.