এবার সিবিআই-এর বিরুদ্ধে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ সিবিআই-এরই স্পেশ্যাল ডিরেক্টর।
নজরবন্দি ব্যুরোঃ ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত ডিসিপি দেবেন্দ্র কুমার এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা এবার সিবিআই-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হলেন আদালতের।
ঘুষকান্ডে জড়িত দেবেন্দ্র কুমার ও রাকেশ আস্থানা সিবিআইকে চ্যালেঞ্জ করে মামলা করেন দিল্লি হাইকোর্টে বিচারপতি রাজেন্দ্র মেনন ও ভিকে রাওয়ের বেঞ্চে। রাকেশ আস্থানা আর্জি জানান, তার বিরুদ্ধে যেন কোনো দমনমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়।
ব্যবসায়ী মইন কুরেশি মামলায় তথ্য বিকৃত করার অভিযোগে গতকাল তদন্তকারী অফিসার দেবেন্দ্র কুমারকে গ্রেপ্তার করা হয়। ঘুঢ নেওয়ার অভিযোগ ওঠে স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে৷ তবে সে অভিযোগ অস্বীকার করেন রাকেশ আস্থানা। তিনি দাবি করেন, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা ২ কোটি টাকা ঘুষ নেন মইন কুরেশি মামলায় জড়িত সতীশ সানার কাছ থেকে। যদিও ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া সতীশ সানার বয়ান অনুযায়ী, তার কাছে ৫ কোটি টাকার ঘুষ চান রাকেশ আস্থানা।
ঘুষকান্ডে জড়িত দেবেন্দ্র কুমার ও রাকেশ আস্থানা সিবিআইকে চ্যালেঞ্জ করে মামলা করেন দিল্লি হাইকোর্টে বিচারপতি রাজেন্দ্র মেনন ও ভিকে রাওয়ের বেঞ্চে। রাকেশ আস্থানা আর্জি জানান, তার বিরুদ্ধে যেন কোনো দমনমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়।
ব্যবসায়ী মইন কুরেশি মামলায় তথ্য বিকৃত করার অভিযোগে গতকাল তদন্তকারী অফিসার দেবেন্দ্র কুমারকে গ্রেপ্তার করা হয়। ঘুঢ নেওয়ার অভিযোগ ওঠে স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে৷ তবে সে অভিযোগ অস্বীকার করেন রাকেশ আস্থানা। তিনি দাবি করেন, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা ২ কোটি টাকা ঘুষ নেন মইন কুরেশি মামলায় জড়িত সতীশ সানার কাছ থেকে। যদিও ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া সতীশ সানার বয়ান অনুযায়ী, তার কাছে ৫ কোটি টাকার ঘুষ চান রাকেশ আস্থানা।
