নেতাজিকে নিয়ে বিজেপি আরএসএস যা শুরু করেছে তাতে ওদের প্রতি ঘৃণা হচ্ছে:কবীর সুমন
নজরবন্দি ব্যুরো: লোকসভা ভোটের আগে নেতাজিকে সামনে রেখেই রাজনীতির ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। সম্প্রতি আজাদ হিন্দ সরকারের ৭৫ বর্ষপূর্তিতে লালকেল্লা থেকে নেতাজীকে শ্রদ্ধা-জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এতেই বিরক্ত কবীর সুমন।
এক সংবাদ মাধ্যমে সুমন বলেন, “নেতাজিকে নিয়ে বিজেপি আরএসএস যা শুরু করেছে তাতে ওদের প্রতি ঘৃণা হচ্ছে।”এর পাশাপাশি সুমন আরও বলেন, “ওরা সুভাষচন্দ্র বোসের আদর্শ থেকে বহু দূরে। শ্যামাপ্রসাদকে চরম অপছন্দ করতেন নেতাজি। ১৯৪৫ সালে আরএসএসের পত্রিকাতে একটা কার্টুন বেরিয়েছিল। যেখানে মহাত্মা গান্ধীকে দশমাথাওয়ালা রাবণ দেখানো হয়েছিল।
সেই কার্টুনের দশমাথার মধ্যে একটি মাথা সুভাষচন্দ্র বোসের প্রতীকী ছিল। এই কার্টুন রাবণের সামনে আরও দুটি কার্টুনে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে ছিল শ্যামাপ্রসাদ আর দালাল সাভারকর। আর আজ এরা নেতাজীকে শ্রদ্ধা জানানোর নাটক করছে।”
সামনেই লোকসভা নির্বাচন । আর তার আগে এই ধরনের মন্তব্য করে নিজেকে রাজনীতির ময়দানে প্রাসঙ্গিক রাখতে চাইছেন সুমন। এমনটাই মনে করেন রাজনৈতিক কারবারিদের একটা বড় অংশ।
এক সংবাদ মাধ্যমে সুমন বলেন, “নেতাজিকে নিয়ে বিজেপি আরএসএস যা শুরু করেছে তাতে ওদের প্রতি ঘৃণা হচ্ছে।”এর পাশাপাশি সুমন আরও বলেন, “ওরা সুভাষচন্দ্র বোসের আদর্শ থেকে বহু দূরে। শ্যামাপ্রসাদকে চরম অপছন্দ করতেন নেতাজি। ১৯৪৫ সালে আরএসএসের পত্রিকাতে একটা কার্টুন বেরিয়েছিল। যেখানে মহাত্মা গান্ধীকে দশমাথাওয়ালা রাবণ দেখানো হয়েছিল।
সেই কার্টুনের দশমাথার মধ্যে একটি মাথা সুভাষচন্দ্র বোসের প্রতীকী ছিল। এই কার্টুন রাবণের সামনে আরও দুটি কার্টুনে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে ছিল শ্যামাপ্রসাদ আর দালাল সাভারকর। আর আজ এরা নেতাজীকে শ্রদ্ধা জানানোর নাটক করছে।”
সামনেই লোকসভা নির্বাচন । আর তার আগে এই ধরনের মন্তব্য করে নিজেকে রাজনীতির ময়দানে প্রাসঙ্গিক রাখতে চাইছেন সুমন। এমনটাই মনে করেন রাজনৈতিক কারবারিদের একটা বড় অংশ।
