Header Ads

আবার এক সাথে কৌশিক গাঙ্গুলি ও প্রসেনজিৎ।ছবির নাম 'জ্যেষ্ঠপুত্র'।



নজরবন্দি ব্যুরোঃ 'দৃষ্টিকোণ' ও 'কিশোর কুমার জুনিয়র'-এর পর আবার জুটি বেঁধে কাজ করতে চলেছেন  কৌশিক গাঙ্গুলি ও প্রসেনজিৎ। ছবির নাম 'জ্যেষ্ঠপুত্র'।
ছবির ভাবনাটি ছিল প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের। ছবির শুটিং শুরু ডিসেম্বরে।বছরের শুরুতে কৌশিক গাঙ্গুলি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপহার দিয়েছিলেন থ্রিলার ঘরানার ছবি 'দৃষ্টিকোণ'। এরপর এল বায়োপিকধর্মী ছবি 'কিশোর কুমার জুনিয়র'। হলে এখন রমরমিয়ে চলছে এই ছবি। আবার তাঁদের একসঙ্গে কাজ করার খবর স্বভাবতই আনন্দ দেবে দর্শককে।


Theme images by lishenjun. Powered by Blogger.