প্রধানমন্ত্রী হচ্ছেন না নরেন্দ্র মোদী! লোকসভায় পরিবর্তনের কথা বললেন বর্ষীয়ান নেতা।
নজরবন্দি ব্যুরো:পরিবর্তন আসছে ২০১৯-এ! দিল্লির আর নরেন্দ্র মোদীকে দেখা যাবে না। এমন মন্তব্য করলেন জাতীয়তাবাদী কংগ্রেস সুপ্রিমো শারদ পাওয়ার।
বর্ষীয়ান এনসিপি নেতা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানান, আসন্ন লোকসভায় পরিবর্তন নিশ্চিত। অনেকটা ২০০৪-এর মতো পরিস্থিতি হবে ২০১৯-এ।
জোট সমীকরণ ফারাক গড়ে দেবে।
শারদ পাওয়ার বলেন, আমি মনে করি না ২০১৯-এর নির্বাচন আর ২০১৮-র এই বিধানসভা নির্বাচনের জোট সমীকরণ একই থাকবে। বরং বিস্তর ফারাক ঘটবে জোট রাজনীতিতে। মহারাষ্ট্রের বর্তমান সমীকরণ আর ২০১৯-এর সমীকরণেও আকাশ-পাতাল পার্থক্য থাকবে বলে মনে করেন তিনি।
এর পরে শারদ পাওয়ার জানান, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ২০০৪-এর অনেক মিল রয়েছে। তখনও ক্ষমতায় ছিল বিজেপি তথা এনডিএ সরকার। অটলবিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী। পরিবর্তন হয়েছিল পরিস্থিতি অনুযায়ী। এবারও তেমনটা ঘটতে চলেছে। একটা পার্টির পক্ষে কখনই ২০১৯-এ ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়।
মোদী বিরোধিতায় এককাট্টা প্রায় সব আঞ্চলিক দলগুলি।
তিনি বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে কোনও একটি পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে না। যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে হবে। আর এমতাবস্থায় পাল্লা-ভারী বিরোধীদেরই। কেননা মোদী বিরোধিতায় অনেক বড় পার্টিই এখন এক ছাতার তলায়।
বর্ষীয়ান এনসিপি নেতা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানান, আসন্ন লোকসভায় পরিবর্তন নিশ্চিত। অনেকটা ২০০৪-এর মতো পরিস্থিতি হবে ২০১৯-এ।
জোট সমীকরণ ফারাক গড়ে দেবে।
শারদ পাওয়ার বলেন, আমি মনে করি না ২০১৯-এর নির্বাচন আর ২০১৮-র এই বিধানসভা নির্বাচনের জোট সমীকরণ একই থাকবে। বরং বিস্তর ফারাক ঘটবে জোট রাজনীতিতে। মহারাষ্ট্রের বর্তমান সমীকরণ আর ২০১৯-এর সমীকরণেও আকাশ-পাতাল পার্থক্য থাকবে বলে মনে করেন তিনি।
এর পরে শারদ পাওয়ার জানান, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ২০০৪-এর অনেক মিল রয়েছে। তখনও ক্ষমতায় ছিল বিজেপি তথা এনডিএ সরকার। অটলবিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী। পরিবর্তন হয়েছিল পরিস্থিতি অনুযায়ী। এবারও তেমনটা ঘটতে চলেছে। একটা পার্টির পক্ষে কখনই ২০১৯-এ ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়।
মোদী বিরোধিতায় এককাট্টা প্রায় সব আঞ্চলিক দলগুলি।
তিনি বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে কোনও একটি পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে না। যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে হবে। আর এমতাবস্থায় পাল্লা-ভারী বিরোধীদেরই। কেননা মোদী বিরোধিতায় অনেক বড় পার্টিই এখন এক ছাতার তলায়।
