Header Ads

রিয়েল লাইফের হিরো-হিরোইন ফের জুটি বাঁধছেন রিল লাইফে। কাজল-অজয় জুটি ফিরছে আবার।

নজরবন্দি ব্যুরোঃ এক সময়ের সুপারহিট জুটি কাজল এবং অজয় দেবগন। ইশক, পেয়ার তো হোনা হি থা, রাজু চাচা, হালচালের মতো একের পর এক জমাটি ছবি দর্শককে উপহার দিয়েছেন তাঁরা। দীর্ঘ ৮ বছর পর কাজল-অজয় জুটি বেঁধে ফিরছেন বড় পর্দায়।


ওম রাউতের 'তানাজি' ছবির হাত ধরে এক স্ক্রিনে কামব্যাক হচ্ছে নায়ক-নায়িকা জুটির। খুব শিগগিরই ছবির জন্য শুটিং শুরু করবেন কাজল। অজয়ের স্ত্রীর চরিত্রর দেখা যাবে তাঁকে। কাজল জানিয়েছেন, 'তানাজি'র চরিত্রটি তাঁর খুব পছন্দ হয়েছে। তাছাড়া মারাঠী তাঁর নখদর্পণে। তাই এই চরিত্রটি করতে তিনি খুবই আগ্রহী৷ ছবিতে অপর একটি চরিত্রে অভিনয় করবেন সইফ আলি খান।
Theme images by lishenjun. Powered by Blogger.