Header Ads

পুজো উদ্বোধনেও এগিয়ে তৃণমূল! বহু পিছনে বিজেপি।

নজরবন্দি ব্যুরো: রাজনীতির লড়াই তো আছে, এবার সেই লড়াই আছড়ে পড়েছে পুজোর ময়দানে। পুজোর উদ্বোধন শেষে শুরু হয়েছে বিশ্লেষণ। দলীয় সূত্রের খবর অনুযায়ী, কলকাতা ও সন্নিহিত এলাকায় এখনও পর্যন্ত প্রায় ৭০ টি মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, কলকাতায় দিলীপ ঘোষের হাতে পুজোর উদ্বোধনের সংখ্যা ১০-এর আশপাশে। জেলা মিলিয়ে প্রায় ২৯এর কাছাকাছি হবে। পুজোর উদ্বোধনে বামপন্থীরা সরাসরি খুব একটা জড়ান না। ফলে বিরোধী নেত্রী থাকালীন অবস্থাতেই বহু পুজোর উদ্বোধন করতে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর চাহিদা আরও অনেক বেড়েছে। বলা যেতে পারে এই বছরে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দুর্গাপুজো জনসংযোগের অন্যতম মাধ্যম। সেই মাধ্যমকে কাজে লাগাতে শুরু থেকেই তত্‍পর তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, গত বছরেও পুজোর উদ্বোধনে সেরকম দেখা যায়নি বঙ্গ বিজেপির কোন নেতাকে। এক লাফে এবছরে চাহিদাটা বেড়েছে অনেকটাই। বিজেপি সূত্রের খবর কলকাতা ও আশপাশের এলাকায় দিলীপ ঘোষ পুজোর উদ্বোধক হিসেবে ছিলেন প্রায় ৯ টি মণ্ডপে।

এছাড়াও নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুরে পুজোর উদ্বোধনে এবার দিলীপ ঘোষকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। সেখানে প্রায় ২০ টি মণ্ডপের উদ্বোধন করেছেন দিলীপ বাবু।
এই চিত্র থেকে স্পষ্ট পুজোর উদ্বোধনেও রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলোকে পিছনে ফেল দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
Theme images by lishenjun. Powered by Blogger.