Header Ads

'মি টু মুভমেন্ট'-র ঝড় এবার সংবাদ দুনিয়াতে। শ্লীলতাহানীর অভিযোগ সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে।


নজরবন্দি ব্যুরোঃ বলিউডের গণ্ডি পেরিয়ে এবার ক্রমেই কর্পোরেট থেকে সাংবাদিকতা তথা রাজনীতির মধ্যে প্রবেশ করছে 'মি টু মুভমেন্ট'। 
এবার সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ফিল্মনির্মাতা নিশিতা জৈন এই অভিযোগ তুলে টুইটারে একাধিক দাবি করেছেন। ১৯৮৯ সালে বিনোদের সঙ্গে তাঁর প্রথমবার দেখা হওয়ার ঘটনা, তাঁকে উত্যক্ত করার ঘটনা তিনি তুলে ধরেছেন। এখানেই শেষ নয়।

 তারপর গাড়ির ভিতর নিশিতাকে শারীরিকভাবে হেনস্থার কথাও নিজের টুইটে লেখেন তিনি।এই পোস্টের পর কার্যত ঝড় ওঠে সাংবাদিক মহলে। এরপরই মুখ খোলেন বিনোদ কন্যা মল্লিকা দুয়াঁ।

তাঁর বাবার সমর্থনে এসে এক কডা় বার্তা দিয়েছেন নিশিতাকে। আকারে ইঙ্গিতে নিশিতাকে সুযোগ সন্ধানী বলতেও ছাড়েননি মল্লিকা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে মল্লিকাই একবার যৌন হেনস্থার অভিযোগ তেলেন।

Theme images by lishenjun. Powered by Blogger.