ট্রেনের ধাক্কায় মৃত রেলের গেটম্যান।
নজরবন্দি ব্যুরোঃ ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক কর্তব্যরত রেলকর্মী। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা-চন্ডিল শাখার ঘটনা। মৃত ব্যক্তির নাম চন্দ্রনাথ চ্যাটার্জি।
আদ্রা-চন্ডিল শাখার কেতকী গেটে কর্তব্যরত ছিলেন রেলের ওই গেটম্যান। আপ আসানসোল-টাটা ইএমইউ ট্রেন আসছিল সেই সময়। পতাকা নিয়ে বেরোন চন্দ্রনাথ বাবু। গেট পাড় হয়ে যাওয়ার সময় হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। ট্রেনের ধাক্কায় তখনই মৃত্যু হয় তার৷ এরপর তার দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। মৃত্যু কারণ কি শুধুই দুর্ঘটনা? জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ।