Header Ads

পুজোর পরে চাকরি হারাতে পারেন বহু কর্মরত শিক্ষক!! নতুন চাকরি পাবেন কারা?

নজরবন্দি ব্যুরো: বিশ্বভারতীর উপাচার্যের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, প্রাথমিকের প্রশ্নপত্রে ভুল থাকায় শুধু মামলাকারীদেরই খাতা খতিয়ে দেখে তাদের চাকরি নিশ্চিত করতে হবে৷ কিন্তু, বিচারকের ওই রায় দেখে ইতিমধ্যেই কয়েক হাজার চাকরি-প্রার্থী নতুন করে নিজেদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন।
পুজোর ছুটির পরে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে নতুন করে দায়ের মামলার শুনানি হবে বলে খবর। আর এতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কর্মরত প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ। মামলা গ্রহণ হলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় ভেস্তে যাওয়ার সম্ভবনা প্রবল। কাজ হারাতে পারেন বহু শিক্ষক। ২০১৪-র টেট পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্নে ভুল রয়েছে বলে এ বছর ২৭ জুলাই পর্যন্ত যে পরীক্ষার্থীরা মামলা করেছিলেন, হাইকোর্ট তাঁদের ক্ষেত্রেই ৩ অক্টোবরের রায় কার্যকর করার নির্দেশ দিয়েছিল৷

এখন যাঁরা মামলা করছেন, সরকারের দাবি অনুযায়ী, তাঁরা এত দিন ‘নীরব দর্শক’ হয়ে ছিলেন কেন? সেই নিয়ে সওয়াল-পাল্টা সওয়াল শুরু হবে আদালতে। এর ফলে প্রায় ২২ লক্ষ চাকরিপ্রার্থীর পরীক্ষা নেওয়া এবং প্রাথমিকে ৪২ হাজার শিক্ষক নিয়োগের পরে নতুন করে আইনি জটিলতা তৈরি হতে চলেছে তা বলাই যায়।
Theme images by lishenjun. Powered by Blogger.