চোখের ইশারার পর এবার হাসিতে ঘায়েল করলেন প্রিয়া প্রকাশ।দেখুন ভিইরাল ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ এ বছরের শুরুতেই চোখের ইশারায় যুবক পুরুষদের হৃদয় হরণ করেছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। একটি মালায়লম ছবির দৃশ্য ভাইরাল হয়েছিল যেখানে চোখের কায়দায় ঝড় তুলেছিলেন প্রিয়া প্রকাশ।এবার হাসিতেও ভক্তদের ঘায়েল করলেন প্রিয়া প্রকাশ।
ইনস্টাগ্রামে একটি কয়েক সেকেন্ডের স্লো মোশনের ভিডিও পোস্ট করেছেন প্রিয়া প্রকাশ। ভিডিওটিতে দেখা যাচ্ছেন, দোলনায় বসে রয়েছেন দক্ষিণী সুন্দরী। পিছন থেকে ঠেলছেন তাঁর এক বন্ধু। ওমন হাসি দেখেই গলে গিয়েছেন ভক্তরা। নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও।
https://www.instagram.com/p/Boi1U2sDLIq/?taken-by=priya.p.varrier
