এবার যৌন হেনস্থার অভিযোগ তুললেন কঙ্গনা! কার বিরুদ্ধে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ
নানা-তনুশ্রী কাণ্ড নিয়ে যখন তোলপাড় বলিউড, ঠিক তখনি কুইনের পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুললেন কঙ্গনা
রানাওত।
কঙ্গনা বলছেন বিকাশের আবেদন ভাল লাগত না তাঁর। তিনি অদ্ভুতভাবে কঙ্গনাকে জড়িয়ে ধরতেন । চুলের মধ্যে মুখ ঢুকিয়ে গন্ধ শুঁকতেন, যা ভাল লাগেনি কঙ্গনার।উল্লখ এই পরিচালকের ছবি
কুইন-এর হাত ধরেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন কঙ্গনা।
