Header Ads

গঙ্গা ঘাটে তর্পণ উপলক্ষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করছে চক্র রেল কর্তৃপক্ষ


নজরবন্দি ব্যুরোঃ পুজ এসে গেল। সোমবার মহালয়া। ঐ দিন প্রচুর মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করেন।তাই গঙ্গার ঘাটে ঘাটে তর্পনের ভিড়ের কথা মাথায় রেখে চক্র রেল কর্তৃপক্ষ সোমবার মঙ্গলবার ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করছে
তর্পন চলাকালীন ট্রেন চলাচল বন্ধ রাখা হবে সোমবার চার জোড়া লোকাল এই জন্যই কলকাতা স্টেশনে তার যাত্রা শুরু করবে দুই জোড়ার যাত্রা শেষ হবে শিয়ালদাতেএবং টি ট্রেন কে কাকুরগাছি, বালিগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেয়া হবে একই নিয়ম বলবত্থাকবে মঙ্গলবার পর্যন্ত।
                                           

Theme images by lishenjun. Powered by Blogger.