গঙ্গা ঘাটে তর্পণ উপলক্ষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করছে চক্র রেল কর্তৃপক্ষ
নজরবন্দি ব্যুরোঃ পুজ এসে
গেল। সোমবার মহালয়া। ঐ দিন প্রচুর মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করেন।তাই গঙ্গার ঘাটে ঘাটে তর্পনের ভিড়ের কথা মাথায় রেখে চক্র রেল কর্তৃপক্ষ সোমবার মঙ্গলবার ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করছে ।
তর্পন চলাকালীন ট্রেন চলাচল বন্ধ রাখা হবে । সোমবার চার জোড়া লোকাল এই জন্যই কলকাতা স্টেশনে তার যাত্রা শুরু করবে দুই জোড়ার যাত্রা শেষ হবে শিয়ালদাতে। এবং ৭ টি ট্রেন কে কাকুরগাছি,
বালিগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেয়া হবে ।একই নিয়ম বলবত্ থাকবে মঙ্গলবার পর্যন্ত।
