Header Ads

জিনিসের আকাশছোঁয়া দাম। কোজাগরীর আরাধনায় হিমশিম মধ্যবিত্ত।

নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজো শেষ হয়ে সামনেই ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পুজোর। কোজাগরীর আরাধনার প্রস্তুতি শুরু গৃহস্থের ঘরে ঘরে। কিন্তু পুজোর বাজার করতে গিয়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের।


জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। যে লক্ষ্মী প্রতিমার দাম ছিল ১০০ টাকা তা এবছর বিকোচ্ছে ২০০ টাকায়৷ ফলমূলের দামও বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে। কলা ডজন প্রতি ৬০ টাকা, বেদানা ২০০ টাকা ছুঁয়েছে দাম, আতার দাম ২৬০ টাকা প্রতি কেজি৷ এই অবস্থায় দেবী লক্ষ্মীকে ঘরে অচলা করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে মধ্যবিত্ত গৃহস্থকে।
Theme images by lishenjun. Powered by Blogger.