বসিরহাটে তৃণমূলকে উড়িয়ে বড় জয় বাম-কং জোটের!
নজরবন্দি ব্যুরো: রাজ্য রাজনীতিতে তৃণমূল এখন বড় শক্তি। সদ্য পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য পেয়েছে তৃণমূল। কিন্তু কয়েকমাস ঘুরতে না ঘুরতে শাসক দলকে পিছনে ফেলে বড় জয় বামেদের।অন্তত বসিরহাট আদালতের বার এসোসিয়েশনের নির্বাচনের ফলাফল সেই কথা বলছে।
রাজ্যে যখন তৃণমূল না বিজেপি এই নিয়ে মেতেছে এক শ্রেণীর মিডিয়া, তখন বাম ও কংগ্রেস জোট জয় ছিনিয়ে আনল বসিরহাট আদালতে।
জানা গিয়েছে, কংগ্রেসের ল'ইয়ার্স সেল ও বামেদের এআইএলইউ জোটের প্রোগ্রেসিভ ল'ইয়ার্স ফোরামের জোটের কাছে ১১-০ ব্যবধানে হেরে যায় তৃণমূলের ল'সেল। সভাপতি নির্বাচিত হন সাহির বারী।
রাজ্যে যখন তৃণমূল না বিজেপি এই নিয়ে মেতেছে এক শ্রেণীর মিডিয়া, তখন বাম ও কংগ্রেস জোট জয় ছিনিয়ে আনল বসিরহাট আদালতে।
জানা গিয়েছে, কংগ্রেসের ল'ইয়ার্স সেল ও বামেদের এআইএলইউ জোটের প্রোগ্রেসিভ ল'ইয়ার্স ফোরামের জোটের কাছে ১১-০ ব্যবধানে হেরে যায় তৃণমূলের ল'সেল। সভাপতি নির্বাচিত হন সাহির বারী।
