Header Ads

গদি বাঁচাতে নেতাজী-প্রেমে বিভোর মোদী! লোকসভা-সংকটে গেরুয়া শিবির।

নজরবন্দি ব্যুরোঃ আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি হয়েছে। দেশজুড়ে পালিত হচ্ছে সেই বর্ষপূর্তি। এই উপলক্ষে অতি সাড়ম্বরে লালকেল্লায় একই বছরে দ্বিতীয় বার পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


মোদীর এই নেতাজী প্রেম নিয়ে কানাঘুষো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অতীত ইতিহাস বলে, একসময় আজাদ হিন্দ বাহিনীকে রুখতে ব্রিটিশদের সাহায্য করেছিল আরএসএস। সাভারকরের নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে বাহিনীর অসংখ্য ফৌজকে হত্যা করে আরএসএস। সেই আরএসএস-এর অন্যতম যোদ্ধা মোদী হঠাৎ নেতাজীর প্রতি এত বেশি শ্রদ্ধাশীল হয়ে পড়লেন! বিষয়টি সুবিধের ঠেকছে না রাজনৈতিল মহলের কাছে।

কথাতেই আছে ভোট বড় বালাই। সামনেই লোকসভা ভোট। দেশ জুড়ে একাধিক উপনির্বাচন গুলিতে খারাপ ফল করেছে বিজেপি। রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপনির্বাচন গেরুয়া শিবিরের পতনকে ইঙ্গিত করেছে। এহেন সংকটময় পরিস্থিতিতে মোদীজীর নেতাজী প্রীতি ছাড়া আর কোনো উপায় নেই বলেই কটাক্ষ করছেন সমালোচক মহল।
Theme images by lishenjun. Powered by Blogger.