Header Ads

বিতর্কে জড়াচ্ছেন সিবিআইয়ের কর্তারা! নজর রাখছে ঘাস-ফুলের নেতারা।

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের একাধিক চিট-ফান্ড কেলেঙ্কারির তদন্ত এখন কেন্দ্রীয় সংস্থার হাতে । এবার সেই সংস্থা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়লো।

সূত্রের দাবি, এবার  সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অপরদিকে রাকেশ আস্থানা সরাসরি আঙুল তুলেছেন সিবিআই প্রধান অলোক ভার্মার দিকে। সিবিআইয়ের এই দুই ঊর্ধ্বতন আধিকারিকের ঝামেলায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার দিকে লক্ষ্য রাখছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কারণ, আস্থানার অধীনেই ছিল চিট-ফান্ড তদন্তের সব দায়িত্ব। আর এই চিট-ফান্ডের মূল অভিযুক্তদের মধ্যে রয়েছে ঘাস-ফুল শিবিরের একগুচ্ছ হেভি-ওয়েট নেতা। সূত্রের আরও দাবি,  সিবিআই চলতি সপ্তাহে আস্থানার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে।

Theme images by lishenjun. Powered by Blogger.