পেট্রোলকে হারিয়ে ডিজেলের দামে লাগলো আগুন।বেকায়দায় কেন্দ্র-রাজ্য।
নজরবন্দি ব্যুরোঃ জ্বালানি তেলের দাম চড়া হারে বৃদ্ধির কারণে অনেক দিন থেকেই বিরোধীদের তোপের মুখে ছিল সরকার। কিন্তু এবার আজব ঘটনা ঘটলো উড়িষ্যায়। পেট্রোলের দামকে ছাপিয়ে গেল ডিজেলের দাম৷
শনিবার উড়িষ্যায় পেট্রোল বিক্রি হয়েছে ৮০.৯০ টাকা, অথচ ডিজেলের দাম ছিল ৮০.৯৭ টাকা। এরকম ঘটনা রীতিমতো বিরল। সাধারণত পেট্রোলের দাম ডিজেলের চাইতে বেশি হয়৷ কারণ পেট্রোলের ওপর করের পরিমাণ বেশি হয়।
হঠাৎ এরকম অদ্ভুত ঘটনার কারণ কি? কেন্দ্রীয় সরকারের দাবি, উড়িষ্যা সরকার অতিরিক্ত হারে কর নেওয়ার কারণে ডিজেলের দাম পেট্রোলের চাইতে বেশি হয়ে গেছে। তবে এই তত্ত্ব মানতে নারাজ উড়িষ্যা সরকারের অর্থমন্ত্রী শশীভূষন বেহরা। তিনি বলেন, তেল কোম্পানি গুলির সাথে গোপন বোঝাপড়া রয়েছে কেন্দ্রীয় সরকারের। আর সেই কারণেই লাগামছাড়া বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।
শনিবার উড়িষ্যায় পেট্রোল বিক্রি হয়েছে ৮০.৯০ টাকা, অথচ ডিজেলের দাম ছিল ৮০.৯৭ টাকা। এরকম ঘটনা রীতিমতো বিরল। সাধারণত পেট্রোলের দাম ডিজেলের চাইতে বেশি হয়৷ কারণ পেট্রোলের ওপর করের পরিমাণ বেশি হয়।
হঠাৎ এরকম অদ্ভুত ঘটনার কারণ কি? কেন্দ্রীয় সরকারের দাবি, উড়িষ্যা সরকার অতিরিক্ত হারে কর নেওয়ার কারণে ডিজেলের দাম পেট্রোলের চাইতে বেশি হয়ে গেছে। তবে এই তত্ত্ব মানতে নারাজ উড়িষ্যা সরকারের অর্থমন্ত্রী শশীভূষন বেহরা। তিনি বলেন, তেল কোম্পানি গুলির সাথে গোপন বোঝাপড়া রয়েছে কেন্দ্রীয় সরকারের। আর সেই কারণেই লাগামছাড়া বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।
