শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করা হল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডি ও কংগ্রেস নেতা কেসি বেনুগোপাললের নামে
মহিলা সাংসদের করা এফআইআররের ভিত্তিতে ওমেন চাণ্ডির বিরুদ্ধে ৩৭৭(অপ্রকৃতস্থ যৌনতা) , ৪২০(প্রতারণা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর কেটি বেনুগোপালের বিরুদ্ধে ৩৭৬( ধর্ষণ) এবং ৩৫৪( মহিলার শ্লীলতাহানি) ধারায় মামলা দায়ের হয়েছে।
