'শতবর্ষে' পা রাখতে চলা ইস্টবেঙ্গলকে নিয়ে তথ্যচিত্রের দায়িত্বে গৌতম ঘোষ
শুভব্রত মুখার্জি: দু’বছর পরেই ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তি। যার আগে লাল-হলুদ সমর্থকদের উপহারস্বরূপ দেওয়া হচ্ছে প্রিয় ক্লাবের উপর তৈরি তথ্যচিত্র। সেই তথ্যচিত্র পরিচালনার দায়িত্বে পরিচালক গৌতম ঘোষ।
ফুটবলের থেকেও তথ্যচিত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে সামাজিক ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের অবদানের কথাকে। দেশভাগের সময় কীভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল সেই বার্তাই দেওয়া হবে। ক্লাবের অজানা নায়কদের সম্পর্কে ও তথ্য থাকছে এই তথ্যচিত্রে।
চূড়ান্ত স্ক্রিপ্ট তৈরি হতে এখনও সময় লাগবে। চলছে রিসার্চ। ১.৫ মাসের ডেডলাইন রয়েছে গবেষণার। রিসার্চ পর্বের পরে চূড়ান্ত স্ক্রিপ্ট তৈরি করবেন পরিচালক গৌতম ঘোষ।
ফুটবলের থেকেও তথ্যচিত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে সামাজিক ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের অবদানের কথাকে। দেশভাগের সময় কীভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল সেই বার্তাই দেওয়া হবে। ক্লাবের অজানা নায়কদের সম্পর্কে ও তথ্য থাকছে এই তথ্যচিত্রে।
চূড়ান্ত স্ক্রিপ্ট তৈরি হতে এখনও সময় লাগবে। চলছে রিসার্চ। ১.৫ মাসের ডেডলাইন রয়েছে গবেষণার। রিসার্চ পর্বের পরে চূড়ান্ত স্ক্রিপ্ট তৈরি করবেন পরিচালক গৌতম ঘোষ।
