সুপ্রিম কোর্টে রায় রইল খাতায় কলমেই, সবরীমালা মন্দিরে ঢুকতে পারলেন না মহিলারা।
নজরবন্দি ব্যুরোঃ পাঁচ দিন ধরে টানা চরম উত্তেজনার শেষে সোমবার বন্ধ হচ্ছে সবরীমালা মন্দিরের দরজা। আজ রাত ১০ টায় মন্দিরে দরজা বন্ধ করা হবে।
চলতি বছরে ২৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল, যে কোনও মন্দিরে নারীদের প্রবেশাধিকারে সমান অধিকার রয়েছে। সবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশিধাকের যে নিষেধাজ্ঞা রয়েছে, তা খারিজ করে দেয় শীর্ষ আদালত।
