Header Ads

#মি টু নিয়ে এবার মুখ খুললেন ক্যাট। কি বললেন তিনি?

নজরবন্দি ব্যুরোঃ শুরুটা হয়েছিল হলিউড থেকে তার পর বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীও সরব হন সম্প্রতি তনুশ্রী দত্ত বিস্ফোরক অভিযোগ আনেন নানা পাটেকরের বিরুদ্ধে

আর তার পরেই যেন ক্ষোভের আগুনটা ছড়িয়ে পড়ল দাবানলের মতো বিনোদন জগত থেকে রাজনীতি সব জায়গাতে যৌন হেনস্থার অভিযোগে নারীরা সরব হয়েছেনএবার এই নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কইফ তিনি বলেন ‘‘যাঁরাই বিষয়ে প্রতিবাদ করেছেন তাঁদের সাধুবাদ জানাই আমি’’ তনুশ্রী দত্তকেও সমর্থন করেছেন তিনি 

বলেন, ‘‘আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই প্রথম বার যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ সামনে আনার জন্য ওর দেখানো পথে এরপর অনেকেই সরব হয়েছেন’’ আবার তিনি এও বলেন যে বিষয়টি নিয়ে কেউ যেন অহেতুক অভিযোগ না করেন, সে দিকেও খেয়াল রাখা উচিছিত।কারন অনেকে লাইমলাইটে আসার জন্যও ধরনের অভিযোগ করতে পারেন বলে দাবি করেছেন তিনি
Theme images by lishenjun. Powered by Blogger.