পুলিশের জালে মুকুলের দুই ছায়া সঙ্গী রাজু-সুরজিৎ!!
জানা গিয়েছে, গ্রেফতার করা হল ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুকুল রায়ের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে। যাদের মধ্যে একজন আবার মুকুল রায়ের আপ্ত সহায়ক। ধৃতেরা হলেন সুরজিৎ মাহাতো এবং রাজু সরকার। শনিবার রাতে এই দুই ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।
ধৃত দুই ব্যক্তির সঙ্গেই মুকুল রায়ের যোগাযোগ অনেক দিনের। সুরজিৎ মাহাতো মুকুল-বাবুর আপ্ত সহায়ক হিসেবে রয়েছে বহুদিন। তৃণমূল কংগ্রেসে থাকার সময়েও মুকুলের পাশেই ছিলেন সুরজিৎ।
অপরদিকে উত্তর ২৪ পরগনা জেলার দমদমের বাসিন্দা রাজুর সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতা বেশি দিন হয়নি। তবে রাজনীতির অলিন্দে রাজুর আনাগোনা অনেক দিনের। সূত্রের খবর, এর আগে বর্তমানে বহিষ্কৃত এক সিপিআই(এম) সাংসদের খুব কাছের ছিলেন রাজু। ওই বাম সাংসদের সঙ্গে মোটা অঙ্কের টাকা নিয়ে ঝামেলা হয় রাজুর। আর তার পরে নিজেকে বাঁচাতে বিজেপি নেতা মুকুল রায়ের ছত্রছায়াতে আসে রাজু। অল্প কিছুদিনের মধ্যে রাজু মুকুল রায়ের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন।
কিন্তু কি কারণে এই দুই ব্যক্তি গ্রেপ্তার হলেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি কলকাতা পুলিশের পক্ষ থেকে।
