Header Ads

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাপানকে ৯ গোলে হারাল ভারত।


নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত বারের চ্যাম্পিয়ন জাপানকে ৯ গোলে হারাল ভারত। এতটা দাপট দেখিয়ে যে রবিবার মাসকাটে শক্তিশালী জাপানকে পর্যুদস্ত করবে ভারত, সেটা বোধহয় অতিবড় ভারতীয় সমর্থকও ভাবেননি।
কিন্তু সেটাই করে দেখান ভারতের খেলোয়াড়েরা।এই দুরন্ত জয়ের পরে তিন ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে এখন গ্রুপ শীর্ষে ভারত।প্রথম কোয়ার্টারেই ভারত ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। জাপান এক বার পিছিয়ে যাওয়ার পরে আর ম্যাচে ফিরে আসতে পারেনি। গোটা ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা বল দখলের লড়াইয়েও জাপানকে ধারে-কাছে আসতে দেয়নি।


 বিপক্ষের রক্ষণে ভারতের বল দখলের পরিসংখ্যান প্রায় ৬৫ শতাংশ।শুধু তাই নয়, পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রেও ভারতীয় দলের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারে কোচ হরেন্দ্র সিংহকে। তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করেছে ভারত। 


Theme images by lishenjun. Powered by Blogger.