Header Ads

দলিত ভোট থেকে বঞ্চিত হবে বিজেপি। যোগী আদিত্যনাথকে হুঁশিয়ারি দলিত নেতার।

নজরবন্দি ব্যুরোঃ বিজেপিকে চাপে ফেলতে এবার এবার ময়দানে দলিত নেতা ওমপ্রকাশ রাজবাহার। যোগী আদিত্যনাথকে সরাসরি জানিয়ে দিলেন, দলিত ভোট থেকে বঞ্চিত হবে গেরুয়া শিবির।

ওমপ্রকাশ রাজবাহার জানিয়েছেন, সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত ঘোষনা না করলে ভোট দেবেন না কোনো দলিত শ্রেণীর মানুষ। তিনি বলেন, ভোটের আগে ক্ষমতায় আসার জন্য নানারকম প্রতিশ্রুতি দেয় বিজেপি। দলিত শ্রেণীকে ২৭ শতাংশ সংরক্ষণ দেবেন বলেছিলেন যোগী আদিত্যনাথ। অথচ সরকারে আসার পরে সেসবই ভুলে গেছে তারা। কিন্তু এবার যদি সংরক্ষণ নিয়ে নীতি খোলসা না করে যোগী সরকার তাহলে সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য টাকা নেবে, মাংস খাবে, কিন্তু ভোট আর দেবে না।
Theme images by lishenjun. Powered by Blogger.