জলপাইগুড়িতে ইডির হানা, মন্ত্রীর ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত।
নজরবন্দি ব্যুরো: প্রাক্তন মন্ত্রীর ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। জলপাইগুড়ির রাজগঞ্জের একাধিক এলাকায় হানা দিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রীর সম্পত্তির হদিশ পায় ইডি। এরপর একে একে এই রাজ্যের প্রায় সমস্ত সম্পত্তিই বাজেয়াপ্ত করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের প্রাক্তনমন্ত্রী এনোস এক্কার প্রায় ২০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ সকালেই ইডি হানা দিয়েছিল জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। পাশের রাজ্যের মন্ত্রী এ রাজ্যে এসে প্রচুর সম্পত্তি কিনেছিলেন। সেই সম্পত্তি এবার বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সম্পত্তি পুরোটাই আয় বহির্ভূত সম্পত্তি বলে অনুমান।