Header Ads

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের ফয়সালা লোকসভার আগেই? এবার নতুন পদক্ষেপ।

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের মঞ্চ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাশোসিয়েসন ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজ্যজুড়ে। সংগঠনের দাবি একটাই। চাই এইচএস স্কেল।

সর্বভারতীয় NCTE নির্ধারিত PRT (HS) বেতনক্রমের দাবীতে রজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই মিছিল হয়েছে সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড ওয়েলফেয়ার প্রাইমারি টিচার্স অ্যাশোসিয়েসন এর পক্ষ থেকে, দেওয়া হয়েছে ডেপুটেশন। কলকাতার প্রানকেন্দ্র রাণী রাসমনী রোডে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শিক্ষক সমাবেশ। কিন্তু কোন কিছুতেই কর্নপাত করেনি বধির সরকার।

এবার তাই লোকসভা ভোটের আগেই যাতে টনক নড়ে সরকারের সেদিকে নজর দিয়েছেন উস্থি সংগঠনের নেতৃত্ব! আর তাই প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের দাবিতে এবং প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের বিরুদ্ধে আগামী ২৯ শে অক্টোবর দুপুর ২টা থেকে ৩০শে অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতার শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত করবেউস্থি ইউনাইটেড ওয়েলফেয়ার প্রাইমারি টিচার্স অ্যাশোসিয়েসন ।

ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠন , অবসরপ্রাপ্ত বিচারপতি ,বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ ,কবি ,সাহিত্যিক  এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই চাপ বাড়বে সরকারের উপর, হয়ত সেই চাপে নতিস্বীকার করতে পারে সরকার। কারন শিয়রেই যে রয়েছে লোকসভা নির্বাচন।

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.