Header Ads

পঞ্চমীতেই বোধন, রাজ্য সরকারের সব চক্রান্ত ব্যর্থ করে জামিনে মুক্ত সুকৃতি!!

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারের চক্রান্তে পুলিশের সাজানো সাজানো মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দার্জিলিং জেলার এস এফ আই নেত্রী সুকৃতি আশ।

গত ২৪শে সেপ্টেম্বর বিক্ষোভের সময়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর সময় পুলিশর গায়ে কেরোসিন ছিটিয়ে দেওয়ার মিথ্যা অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। ইসলামপুরে বিনা কারণে পুলিশের গুলিতে ছাত্রহত্যার প্রতিবাদে শিলিগুড়িতে ২৪শে সেপ্টেম্বর বামফ্রন্টের বিক্ষোভ আন্দোলনকে পন্ড করতে একাধিক বাম আন্দোলনকারীদের বিরুদ্ধে গুরুতর ধারা দিয়ে মিথ্যা মামলা সাজায় পুলিশ।

এমনটাই অভিযোগ। গ্রেপ্তারের পর ১১ই অক্টোবর শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় সুকৃতিকে। আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই মামলা আজকে ফের আদালতে উঠলে, ২৬শে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় সুকৃতিকে। আগামী ২৬শে ডিসেম্বর তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.