Header Ads

দেশে ফিরে ' মি টু' বিতর্কে আকবর! পদত্যাগ নিয়ে জল্পনা।

নজরবন্দি ব্যুরো: নতুন বিতর্কে এম জে আকবর। রবিবার সাতসকালে দেশের মাটিতে পা রাখতেই যৌন হেনস্থা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন তিনি।
যদিও মি টু নিয়ে মন্তব্য এডিয়ে গিয়েছেন তিনি। এই ববিতর্কিত বিষয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে আমার বলার কিছু নেই। পরে এই নিয়ে বিবৃতি দিয়ে জানাব।’ যার জেরে পদত্যাগ নিয়ে জল্পনা বাড়ালেন বিদেশ প্রতিমন্ত্রী।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.