Header Ads

সুখবর!! প্রত্যেক গ্রামেই এবার খোলা হবে সরকারি মদের দোকান।

নজরবন্দি ব্যুরোঃ এবার মদের খুচরো ব্যাবসায় নামতে চলেছে রাজ্য সরকার! সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন এই বার গ্রামে গ্রামে মদের দোকান খুলবে।

 বিশেষ করে যেইসব পঞ্চায়েত এলাকায় যেখানে কোনো মদের দোকান নেই! আপাতত ২ হাজারটি মদের দোকান খোলা হবে বলে জানা গিয়েছে। আবগরি দফতরের এই প্রস্তাবে সায় দিয়েছে অর্থ দফতর এবং নবান্নের কর্তারা। উল্লেখ্য, রাজ্যে এই মুহুর্তে সাড়ে ৪ হাজারের মত মদের দোকান রয়েছে।

 তা থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আয় হয় রাজ্য সরকারের, এবার সেই আয় কে ২০ হাজার কোটিতে নিয়ে যাওয়াই লক্ষ অর্থ দফতরের। উন্নয়নের কর্মযজ্ঞ সচল রাখতে অর্থের প্রয়োজন তাই মদ দোকান খোলার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে!
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.