Header Ads

হৃত্বিক আমার সাথে যা করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত।বিস্ফোরক কঙ্গনা।


নজরবন্দি ব্যুরোঃ পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে ‘মি টু ক্যাম্পেইনে’ মুখ খুলেছেন কঙ্গনা । এবার সংবাদমাধ্যমের মুখমুখি হয়ে সরাসরি নায়ক হৃত্বিক রোশনের নাম নেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন বলিউডে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিংবা কাজ পাইয়ে দেওয়ার নাম করে অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। তাঁদের ব্যবহার করেন। এবার সেই সমস্ত মানুষদেরও টেনে বের করতে হবে ।

কঙ্গনা বলেন, হৃত্বিক তাঁর সঙ্গে যা করেছেন, তার জন্য অভিনেতার শাস্তি পাওয়া উচিত। তাঁর কথায়, বিয়ে করে বাড়িতে স্ত্রী-কে সাজিয়ে রেখে কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে বেশ কিছু অভিনেতা যা করেন, তা অত্যন্ত অন্যায়। তাই এবার সময় এসেছে, সেই সব মানুষকেও শাস্তি দেওয়ার। প্রসঙ্গত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হৃত্বিক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। 

তাঁর নগ্ন ছবি প্রকাশ্যে আনেন বলে অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের  পাল্টা তোপ দাগেন হৃত্বিককঙ্গনার অভিযোগের ভিত্তিতে হৃত্বিক তাঁকে আইনি নোটিসও পাঠান। যা নিয়ে বি টাউনে এক সময় জোর শোরগোল শুরু হয়ে


lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.