খুনের মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু বাবা রামপাল।
নজরবন্দি
ব্যুরোঃ রাম রহিমের পর এবার সাজা পেতে চলেছে হরিয়ানার আরেক স্বঘোষিত ধর্মগুরু বাবা
রামপাল। বৃহস্পতিবার দু'টি পৃথক খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করল হরিয়ানার
হিসারের আদালত।
এদিন তাকে জেল থেকে বাইরে বের করে আনার পরিবর্তে ভিডিও কনফারেন্সের
মাধ্যমে শুনানি চলে। তারপরই তাকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি। একসময় হরিয়ানার সেচ
দপ্তরে ইঞ্জিনিয়ারের পদে চাকরি করত এই স্বঘোষিত ধর্মগুরু।
এরপর স্বামী
রামদেবানন্দের সঙ্গে দেখা করে দীক্ষা নেন এবং 'সন্ত কবীর'-কে আদর্শ হিসেবে মেনে
নেওয়ার কথা জানান। শেষে রোহতকে সত্লোক আশ্রম নামে একটি আশ্রম তৈরি করে সে। এরপর
২০০৬ সালে তার বিরুদ্ধে এক মহিলাকে খুনের অভিযোগ ওঠে। ওই সময় তার আশ্রমে
আর্য সমাজ এবং রামপালের ভক্তদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। তাতেই মৃত্যু হয়েছিল ওই
মহিলার।